দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ

জুনিয়র অ্যাথলেটিক্সে অংশ নেওয়া দলশ্রীলঙ্কার কলম্বোতে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৪*১০০ মিটার রিলেতে এসেছে এই পদক।

শনিবার এই রিলে দলে ছিলেন সানিয়া, শিউলি, জান্নাতুল ও রুপা খাতুন। তারা সময় নিয়েছেন ৪৯.৮২ সেকেন্ড। তবে ১০০ মিটার স্প্রিন্টে হাসান আলী ও রুপা খাতুন কিছু করে দেখাতে পারেননি, হয়েছেন ষষ্ঠ।

যাকে নিয়ে এবার আশা-ভরসা ছিল সেই জহির রায়হান তো ফাইনাল পর্বে দৌড়ই শেষ করতে পারেননি। ৪০০ মিটার দৌড়ের এক পর্যায়ে ট্র্যাকে পড়ে যান বিশ্ব অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্সের সেমিফাইনালে ওঠা বিকেএসপির এই অ্যাথলেট।

ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অ্যাথলেটরা কলম্বোতে তেমন ভালো করতে পারেনি। জহির তো ফাইনাল পর্বে ৩০০ মিটার যেতে না যেতেই ট্র্যাকে পড়ে গেছে। বাকি খেলোয়াড়দের পারফরম্যান্স আশা জাগানিয়া নয়। শুধু রিলেতে একটি পদক এসেছে।’