বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

কেক কেটে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন করা হয়আজ  ২ জুলাই  বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) দিবসটি পালন করেছে।

১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের সূচনা। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে বিএসপিএ’র নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন বলেছেন, ‘প্রতি বছর আমরা দিবসটি উপলক্ষে একাধিক প্রবীণ ক্রীড়া সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতি দিয়ে থাকি। তবে সংবর্ধনা অনুষ্ঠান বিএসপিএ নাইটে আয়োজন করা হয় বলে আমরা বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস সীমিত পরিসরে উদযাপন করি।’

বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি পরাগ আরমান, সাবেক সভাপতি  হাসানউল্লাহ খান রানা, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক আরিফ সোহেল, সিনিয়র সদস্য সেলিম নজরুল হক, কামরুন্নাহার ডানা, অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম প্রমুখ।