তরুণদের বাস্কেটবলে সাফল্যের খোঁজে বাংলাদেশ

basketballকয়েক দিন আগে ফিবা এশিয়া চ্যাম্পিয়নস কাপ বাস্কেটবলের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রাক বাছাই পর্বে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। সিনিয়রদের সাফল্যের পর এবার বাংলাদেশের তরুণদের সামনে চ্যালেঞ্জ। 

সোমবার ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে শুরু হতে যাচ্ছে ফিবা অনূর্ধ্ব-১৮ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ খেলবে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে।

উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ, অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন দল যাবে পরের পর্বে।

টুর্নামেন্টের ফেভারিট দল ভারত। তবে বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমানের কণ্ঠে লড়াইয়ের প্রতিজ্ঞা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলতে যথাসাধ্য চেষ্টা করবো। ভারতের মতো শক্তিশালী দল আছে এ প্রতিযোগিতায়। তবু ভালো খেলে ইতিবাচক ফল পেতে চাই আমরা।’