হ্যান্ডবল কোচ ডালিয়ার নতুন চমক!

ডালিয়া আক্তারশুধু খেলোয়াড় নয়, কোচ হিসেবেও তিনি সফল। ডালিয়া আক্তারের বিশেষত্ব আরেক জায়গায়। মেয়ে হয়েও তিনি ছেলেদের দলের কোচ! গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় হ্যান্ডবলে ছিলেন ঢাকা জেলার কোচ। এবার তার নতুন চমক। ছেলেদের চলমান প্রিমিয়ার হ্যান্ডবল লিগে প্রাইম স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বে ডালিয়া!

তবে প্রিমিয়ার লিগের মতো কঠিন প্রতিযোগিতায় বর্তমান রানার্স-আপ দলের কোচ হয়েও তিনি নির্বিকার। ডালিয়া বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ঈদের দুই মাস আগে প্রাইম স্পোর্টিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল আমাকে।  আমি চিন্তা-ভাবনা করে ওদের প্রস্তাবে রাজি হয়ে যাই। এর আগে জাতীয় প্রতিযোগিতায় ঢাকা জেলার কোচ ছিলাম। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়।’

ডালিয়ার দলে কোনও বিদেশি খেলোয়াড় নেই। তাই দলের কাছে তার প্রত্যাশাও বেশি নয়, ‘লিগের বেশ কয়েকটি দলে একাধিক বিদেশি খেলোয়াড় আছে। কিন্তু আমাদের দলে একজনও বিদেশি নেই। তাই আমাদের পক্ষে ভালো ফল করা কঠিন। আমি অবশ্য দলকে সম্মানজনক ফল এনে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের নতুন কিছু শেখানোর চেষ্টা করছি।’

জার্মানি ও জাপানে হাই পারফরম্যান্স প্রশিক্ষণ নিয়ে আসা ডালিয়ার লক্ষ্য, ‘বিদেশ থেকে কোর্স করে এখন লিগ আর জাতীয় পর্যায়ে কোচিং করাচ্ছি। ভবিষ্যতে জাতীয় দলের কোচের দায়িত্বও নিতে চাই, সেটা পুরুষ বা মহিলা যে দলেরই হোক না কেন।’