এসএ গেমসে ৮টি সোনা জয়ের লক্ষ্য

গত এসএ গেমসে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্ত (বাঁয়ে) ও মাহফুজা খাতুন শিলা২০১৬ সালে ভারতের শিলং-গৌহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৪টি সোনা জিতেছিল বাংলাদেশ। আগামী মার্চে নেপালের কাঠমান্ডু-পোখরা থেকে অন্তত ৮টি সোনা নিয়ে আসার লক্ষ্য বাংলাদেশ দলের।

এ প্রসঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতে আমরা চারটি সোনা জিতেছিলাম। নেপালে ভারতের চেয়ে অন্তত দ্বিগুণ সোনা জিততে চাই। লক্ষ্যপূরণে আমরা চেষ্টা করবো।’

আগস্ট-সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান গেমস। তারপরই এসএ গেমসের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন বিওএ মহাসচিব, ‘এশিয়ান গেমসের পর অক্টোবর থেকে ট্রেনিং শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে আমাদের পরিকল্পনা করতে হবে, টাকা জোগাড় করতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা বিদেশি কোচ সহ প্রয়োজনীয় সব কিছু দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় ভালো ফলের জন্য পাঁচ মাস যথেষ্ট সময়। তবে এসএ গেমসের ২৭টি ডিসিপ্লিনে আমরা অংশ নেবো না, দু-একটি বাদ পড়বে।’