X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

ড্রয়ে লিগ শেষ রিয়ালের, ক্রুসের অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ০৪:২০আপডেট : ২৬ মে ২০২৪, ০৪:৩৩

চার ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে তারা খেললো এই মৌসুমের শেষ ম্যাচ। নিয়মরক্ষার ম্যাচও বিশেষ হয়ে উঠলো অন্য কারণে। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। সবাই এসেছিলেন টনি ক্রুসকে বিদায় জানাতে। ঘরের মাঠে এটাই ছিল জার্মান মিডফিল্ডারের শেষ ম্যাচ। 

রিয়ালের সর্বকালের অন্যতম সফল খেলোয়াড় ক্রুস গত মঙ্গলবার জানান, এই বছর ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে ফুটবল থেকে অবসর নেবেন। রিয়ালের জার্সিতে আরও একটি ম্যাচ খেলবেন ক্রুস, তবে এই শেষবার স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠে খেললেন তিনি। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ওয়েম্বলিতে।   

বেতিসের সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত থাকলো ক্রুসময়। মাঠে নামার সময় তার সতীর্থরা দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। ভক্তরা সাউথ স্ট্যান্ড জুড়ে বিশাল পতাকা ওড়ান, যেখানে তার ছবি ও লেখা, ‘ধন্যবাদ, লিজেন্ড’। ওই সময় কোনোভাবে চোখের পানি আটকে রেখেছিলেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার।

কিন্তু ৮৫তম মিনিটে কান্নায় ভেঙে পড়েন ক্রুস। তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সময় গ্যালারি থেকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। তিন সন্তানকে এসময় জড়িয়ে ধরেন তিনি। তার বাচ্চারাও কেঁদে গাল ভাসিয়েছে।

ক্রুস তার প্রত্যেক সতীর্থ ও কোচকে জড়িয়ে ধরেন। এই সময় খেলা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল। 

রিয়াল ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লা লিগা মৌসুম শেষ করলো। ১৩ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে বার্সেলোনা।

/এফএইচএম/
সম্পর্কিত
আনচেলত্তির মন্তব্যের জেরে ক্লাব বিশ্বকাপ নিয়ে রিয়ালের বিবৃতি
ক্লাব বিশ্বকাপে খেলবে না রিয়াল: আনচেলত্তি
ভিনিসিয়ুসকে বর্ণবাদী মন্তব্য করা ভ্যালেন্সিয়া ভক্তদের কারাদণ্ড
সর্বশেষ খবর
ডিএমপির মেস পরিদর্শন করলেন আইজিপি
ডিএমপির মেস পরিদর্শন করলেন আইজিপি
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সেমাই কিনতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
ঘরে থাকা মসলায় বিফ চাপ
ঘরে থাকা মসলায় বিফ চাপ
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!