সেরা আউটসাইড স্পাইকার হয়েও হরষিতের আফসোস

হরষিত (মাঝে) হয়েছেন সেরা আউটসাইড স্পাইকারফাইনালের আশা নিয়ে এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ। কিন্তু অতদূর যেতে পারেনি তারা। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ সেটে হেরে চতুর্থ হতে হয়েছে আলীপোর আরজীর দলকে। দল তাদের প্রত্যাশিত সাফল্য না পেলেও হরষিত বিশ্বাস হয়েছেন সেরা আউটসাইড স্পাইকার। কিন্তু এতে মন ভরছে না অধিনায়কের।

নিজ দলকে শীর্ষে দেখতে না পেয়ে আফসোস থেকেই যাচ্ছে হরষিতের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের আশা ছিল অন্তত ফাইনালে খেলতে পারব। কিন্তু সেটা হলো কোথায়! তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তো শ্রীলঙ্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই হলো না। আসলে ওই ম্যাচে দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ছিল, যে কারণে ভালো খেলা সম্ভব হয়নি। তবে সেরা আউটসাইড স্পাইকার হয়ে কিছুটা ভালো লাগছে।’

আগামী বছরের মার্চে নেপালে এসএ গেমসে এখন চোখ অধিনায়কের। হরষিত বললেন, ‘এখন এসএ গেমসের জন্য প্রস্তুতি নিতে হবে, যেন এবার ভালো করা যায়। আমাদের লক্ষ্য অন্তত ব্রোঞ্জ জেতা।’

শ্রীলঙ্কায় এই আসরে গ্রুপ পর্বে বাংলাদেশ ইরাকের কাছে ৩-২ সেটে হারলেও সংযুক্ত আরব আমিরাত ও মঙ্গোলিয়ার বিপক্ষে জেতে। কোয়ার্টার ফাইনালে হংকংকে ৩-০ সেটে হারানোর পর সেমিফাইনালে সৌদি আরবের কাছে ৩-১ সেটে হার মানে দল।