অংশগ্রহণই যখন বড় কথা

মেয়েদের রাগবি দলের অনুশীলন‘জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা।’—আধুনিক অলিম্পিকের আপ্তবাক্য। বাংলাদেশ রাগবি ফেডারেশনের কর্মকর্তাদের মনেও এখন একই কথা।

২৬ থেকে ২৯ অক্টোবর ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৮ এশিয়া রাগবি প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। ১২ দলের প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

উদ্বোধনী দিনে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরদিন ভারত ও আমিরাতের বিপক্ষে খেলতে হবে দুটি ম্যাচ।

রাগবিতে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা দেশ। কর্মকর্তারা তাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েই খুশি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বলেছেন, ‘আমাদের দলটা নতুন। মেয়েরা এই প্রথম কোনও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমাদের গ্রুপে তিন প্রতিপক্ষই শক্তিশালী, তাই জয়ের আশা করা কঠিন। শুধু অংশগ্রহণের উদ্দেশ্যেই বুধবার আমাদের দল ভারতে যাচ্ছে।’