প্যানাসনিক ওপেনে রানারআপ সিদ্দিকুর

সিদ্দিকুর রহমান২০১০ সালে ব্রুনাই ওপেন ও ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর রহমান। ৫ বছর পর শিরোপা খরা কাটানোর খুব কাছে ছিলেন বাংলাদেশি গলফার। কিন্তু পারলেন না, হলেন রানারআপ।

ভারতের দিল্লিতে প্যানাসনিক ওপেনে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হলেন সিদ্দিক। এই এশিয়ান ট্যুরে রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের সেরা এই গলফারকে।

দিল্লি গলফ ক্লাবে রবিবার শেষ দিনে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে রানারআপ হতে হয়েছে তাকে। স্বাগতিক খালিন জোসি চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও দুটি বোগি করে সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন।

৪ লাখ ডলার প্রাইজমানির এই আসরে শেষ হোল পর্যন্ত পারের চেয়ে ১৬ করে শট কম ছিল দুজনের। কিন্তু শেষ হোলে পারের সমান শট খেলেন সিদ্দিকুর। জোসি করেন চ্যাম্পিয়ন বার্ডি।