জাতীয় হ্যান্ডবল শুরু

চলছে লড়াইএক্সিম ব্যাংক জাতীয় হ্যান্ডবলের ২৮তম আসর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

উদ্বোধনী দিনে হয়েছে ৮টি ম্যাচ। প্রথম দিন জয় পেয়েছে সুনামগঞ্জ, ঢাকা, নাটোর, নড়াইল, ফরিদপুর, চট্টগ্রাম, লালমনিরহাট ও বান্দরবান জেলা।

এবারের প্রতিযোগিতায় আট গ্রুপে ২৯টি দল অংশ নিয়েছে। রোলার স্কেটিং, হ্যান্ডবল ও পল্টনের মাঠে খেলবে দলগুলো। আট গ্রুপ থেকে ৮ দল যাবে দ্বিতীয় পর্বে। সেখানে আগে থেকেই অপেক্ষা করে আছে বিজিবি, আনসার, পুলিশ ও চাপাইনবাবগঞ্জ জেলা।

দ্বিতীয় পর্বের চ্যাম্পিয়নরা খেলবে সেমিফাইনাল। আগামী ১৭ নভেম্বর হবে ফাইনাল।