ফুটবলার আসলাম যখন অ্যাথলেট

শটপুটে সাফল্যের পথে আসলামস্কুল জীবনে অ্যাথলেটিকস ছিল তার ভীষণ প্রিয়। কলেজ পর্যন্ত অ্যাথলেটিকসের চর্চা থাকলেও ফুটবলের কারণে তা ছেড়ে দিতে বাধ্য হন শেখ মোহাম্মদ আসলাম। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার আবার অংশ নিয়েছেন অ্যাথলেটিকসে। শুক্রবার জাতীয় মাস্টার্স অ্যাথলেটিকসে শটপুটে সোনা জিতেছেন তিনি।

৬০ বছর বয়সে অ্যাথলেটিকসে সাফল্য পেয়ে আসলাম উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘অ্যাথলেটিকস আমার খুবই প্রিয়। কলেজে পড়ার সময় অ্যাথলেটিকসে নিয়মিত সাফল্য পেতাম। এরপর ফুটবলে ব্যস্ততার কারণে অ্যাথলেটিকসে ক্যারিয়ার গড়তে পারিনি। এখন সুযোগ পেয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এখানে স্বর্ণপদক জিতে খুব ভালো লাগছে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে চার শ’ অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের অ্যাথলেট ৫০ জন।