স্পেশাল অলিম্পিকে আগের অর্জন ছাড়ানোর পথে বাংলাদেশ

বাংলাদেশ পেলো আরও একটি স্বর্ণলস অ্যাঞ্জেলসে গত আসরের স্পেশাল অলিম্পিক গেমসে (সামার) ১৮টি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে এবার আগের সেই অর্জনকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। মঙ্গলবার পর্যন্ত তারা জিতেছে ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ। বুধবার শেষ হবে পদকের লড়াই।

এই গেমসে বিশ্বের ১৯০টি দেশের ৭ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছে। বাংলাদেশের ১০৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছে ৯টি খেলায়- অ্যাথলেটিকস, সাঁতার, বোচি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল ও বাস্কেটবল।

বাংলাদেশের ঝুলিতে সবচেয়ে বেশি পদক এসেছে সাঁতার ও বোচিতে। সাঁতারুরা জিতেছে ৫টি সোনা, ২টি রুপা ও একটি করে ব্রোঞ্জ। বোচিতে ৫টি সোনা। এছাড়া টেবিল টেনিসে ৪টি ও ব্যাডমিন্টনে জিতেছে আরও ২টি করে স্বর্ণ। অ্যাথলেটিকস, বাস্কেটবল ও হ্যান্ডবলে এসেছে রৌপ্য ও ব্রোঞ্জ।