মানিকগঞ্জে ব্রহ্মপুত্র জোনের কাবাডি শুরু

মানিকগঞ্জে কাবাডির উদ্বোধনমানিকগঞ্জে শুরু হয়েছে জাতীয় কাবাডির ব্রহ্মপুত্র জোনের খেলা। বুধবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম। উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা দলকে ১৭ পয়েন্টে হারায় মানিকগঞ্জ জেলা দল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ব্রহ্মপুত্র জোনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮টি দল অংশ নিচ্ছে- মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, গাজীপুর, টাংগাইল, শেরপুর ও ময়মনসিংহ।

উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে মানিকগঞ্জ জেলা কাবাডি দল ৫৮ পয়েন্ট ও নেত্রকোনা জেলা কাবাডি দল ৪১ পয়েন্ট অর্জন করে। ১৭ পয়েন্টের ব্যবধানে মানিকগঞ্জ জেলা কাবাডি দল জিতেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, কাবাডি উপ-কমিটির আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু, সদস্য সচিব সেলিম পারভেজ।