রানী হামিদের আরেকটি অর্জন

শেষ রাউন্ডে ইভাকে হারিয়েছেন রানী হামিদ৭৫ বছর বয়সেও অপ্রতিরোধ্য আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। জাতীয় মহিলা দাবার ৩৯তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৯ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের এই দাবাড়ু।

১৯৭৯ সালে জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন রানী হামিদ। তারপর থেকে নিয়মিতই তার হাতে উঠছে শিরোপা। টুর্নামেন্টে রেকর্ড ২০তম শিরোপা জিতলেন তিনি।

এই বয়সেও সাফল্যের কারণ কী? বাংলা ট্রিবিউনের প্রশ্নে বাংলাদেশের ‘দাবার রানী’ বললেন, ‘ছোটবেলার মতো এখনও সব সময় দাবা খেলি। দাবার বোর্ড ছাড়া অন্য কিছুর কথা চিন্তাই করতে পারি না। যতদিন বেঁচে আছি খেলে যাবো। নতুন ছেলে-মেয়েদের দাবায় আসতে দেখলে খুব ভালো লাগে। তাদের সঙ্গে লড়াই করে শিরোপা জয়ের আনন্দই আলাদা।’

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে শেষ রাউন্ডের খেলায় রানী হামিদ হারিয়েছেন নাজরানা খান ইভাকে। ৮ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন। আহমেদ ওয়ালিজা তৃতীয় এবং ইভা চতুর্থ হয়েছেন এই টুর্নামেন্টে।