বৃহস্পতিবার শুরু বিএসপিএ কার্নিভাল

বিএসপিএ স্পোর্টস কার্নিভালের সংবাদ সম্মেলনআগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। এবার ৯টি ডিসিপ্লিনে হবে ১৭ ইভেন্টের খেলা।

১০ দিনের এই আয়োজনের ডিসিপ্লিন হলো- অ্যাথলেটিকস, সাঁতার, ক্যারম (একক এবং দ্বৈত), টেবিল টেনিস (একক এবং দ্বৈত), ব্যাডমিন্টন (একক এবং দ্বৈত), দাবা, সাঁতার, শ্যুটিং ও আর্চারি।

৯ ডিসিপ্লিনে রেটিং পয়েন্টের ভিত্তিতে কার্নিভালের সেরা ক্রীড়াবিদ মনোনীত হবেন আব্দুল মান্নান লাডু ট্রফির (বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার ২০১৯) জন্য। এছাড়া সেরা দুজন রানার-আপও পাবেন স্বীকৃতি।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন সহ অন্যরা।