ভারতের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

হাই জাম্পে সোনাজয়ী মাহফুজুর রহমানভারতের জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ঢাকা অ্যাথলেটিকস টিম নামে অংশ নিয়ে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদকও।

সোমবার অন্ধ্র প্রদেশে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় ছেলেদের হাই জাম্পে সোনা পেয়েছেন মাহফুজুর রহমান। গত আগস্টে ঢাকায় সামার অ্যাথলেটিকসে ২.১৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। ভারতে অবশ্য অতটা লাফাতে পারেননি। তবে ২.১০ মিটার পেরিয়েই সবাইকে পেছনে ফেলেছেন মাহফুজ।

এর আগে রবিবার ৪০০ মিটার দৌড়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন জহির রায়হান। তার টাইমিং ছিল ৪৭.১৩ সেকেন্ড।

প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।