বঙ্গমাতা ভলিবলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বঙ্গমাতা ভলিবলে নেপাল ও বাংলাদেশের লড়াইবঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাতে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেলো স্বাগতিকদের।

মঙ্গলবার বাংলাদেশ হেরেছে নেপালের কাছে, ৩-০ সেটে । মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে ২৫-৭, দ্বিতীয় সেটে ২৫-৬ ও তৃতীয় সেটে ২৫-৬ পয়েন্টে হেরেছে স্বাগতিকরা। বুধবার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে লড়বে তারা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ গোলাম রসুল মেহেদী বলেছেন, ‘আমাদের মেয়েদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। তারপরও আমরা এই টুর্নামেন্টে একটা ভালো পর্যায়ে এসেছি। সামনে এসএ গেমস আছে। আশা করছি, সেখানে মেয়েরা আরও ভালো খেলবে।’

টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে নেপাল ও মালদ্বীপ।