ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের ৩৪তম সদস্য বাংলাদেশ

ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সদস্যপদ পেলো বাংলাদেশ।

রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জাহিদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের সদস্যপদ লাভ করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ। তারা ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্সের ৩৪তম সদস্য দেশ।

ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স মূলত এর সদস্য দেশগুলোর ক্রীড়া অবকাঠামোগত উন্নয়ন সহ এসডিজি বাস্তবায়নে যুবকদের শিক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এদের মূল লক্ষ্যই হচ্ছে ‘স্পোর্টস ফর ডেভেলফমেন্ট অ্যান্ড পিস বা শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া’।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ মিশনের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম (অব.) ছিলেন।