এবার রোমান সানার নেপাল মিশন

রোমান সানাবছরটা দারুণ কাটছে রোমান সানার। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়া কাপে সোনা জিতেছেন তিনি। ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসেও স্বর্ণালী সাফল্যের লক্ষ্য দেশসেরা আর্চারের। পাশাপাশি করতে চান নিজের সেরা স্কোর।

দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় রোমান অংশ নেবেন রিকার্ভ একক, দলীয় ও মিশ্র ইভেন্টে। তিনটি ইভেন্টেই সোনা জয়ের প্রত্যাশা তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এসএ গেমসে নিজের ইভেন্টগুলোতে সোনা জয়ের লক্ষ্য আমার। ভাগ্য সহায় হলে তিনটি সোনাও জিতে যেতে পারি!’

ডিসেম্বরে ভীষণ ঠাণ্ডা পড়ে নেপালে। তাছাড়া হিমালয়ের কোলের দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। রোমান অবশ্য ঠাণ্ডাকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন, ‘নেপালের প্রধান সমস্যা ঠাণ্ডা। সকালের দিকে মনে হয় ১০ ডিগ্রির মতো থাকে। এত ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হবে। তবে উচ্চতা নিয়ে কোনও সমস্যা হবে না। আগেও আমি অনেক উঁচু জায়গায় খেলেছি।’

এসএ গেমসের প্রস্তুতি হিসেবে ব্যাংককে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন রোমান। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে তার মন্তব্য, ‘এসএ গেমসের প্রস্তুতি নিতে ব্যাংককে যাচ্ছি। তবে সেখানে ভালো মানের আর্চাররা থাকবে। তাই কঠিন লড়াই হবে বলে মনে হচ্ছে।’