চতুর্থ দিনে অর্জন দুটি রুপা

কারাতের দলগত কুমি ইভেন্টে রুপা জয়ী হোমায়রা আক্তার অন্তরা, নাইমা খাতুন ও মাউনজেরা বর্ণা (বাঁ থেকে)আগের দিনটা ছিল সাফল্যে ভাস্বর, তিনটি সোনা জয়ের উচ্ছ্বাসে ভরা। তবে এসএ গেমসের চতুর্থ দিনে সোনালী সাফল্যে মেতে উঠতে পারেনি বাংলাদেশ। বুধবার সন্তুষ্ট থাকতে হয়েছে দুটি রুপা নিয়ে।

দিনের শুরুতেই একটি দুঃসংবাদ স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ শিবিরকে। কারাতের মেয়েদের দলগত কুমি ইভেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কান প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে মারজান আক্তার প্রিয়াকে। বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়েছে, তবে আগের দিন স্বর্ণপদক জয়ী প্রিয়া ফাইনালে খেলতে পারেননি। হোমায়রা আক্তার অন্তরা, নাইমা খাতুন ও মাউনজেরা বর্ণাকে নিয়ে গড়া বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে।

ছেলেদের খো খো’র ফাইনালেও একই পরিণতি। ভারতের কাছে হেরে রুপা পেয়েছে বাংলাদেশ। আর মেয়েদের বিভাগে এসেছে ব্রোঞ্জ।

ব্রোঞ্জ এসেছে আরও কয়েকটি। কারাতের লড়াইয়ে ছেলেদের দলগত কুমি ছাড়াও অনূর্ধ্ব-৫০ কেজি কুমি ইভেন্টে সবুজ মিয়া এবং মেয়েদের ৬৮ কেজি কুমি ইভেন্টে আবিদা সুলতানা ব্রোঞ্জ পেয়েছেন।

অ্যাথলেটিকসে ছেলেদের লং জাম্পে আল আমিনও পেয়েছেন ব্রোঞ্জ। এছাড়া টেবিল টেনিসে পুরুষ দলগত ইভেন্ট এবং মহিলা দ্বৈতে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।  

৭ দেশের এই প্রতিযোগিতায় ৪টি সোনা, ৭টি রুপা ও ২৬টি ব্রোঞ্জ সহ ৩৭টি পদক নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। ৩২টি সোনা সহ ৬৮টি পদক নিয়ে শীর্ষে ভারত। ভারতের চেয়ে একটি পদক বেশি পেলেও ২৯টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক নেপাল।