২০১০ সালের এসএ গেমসে ১৮টি সোনা ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি। এবার সেটাকে ছাড়িয়ে গেলো। নবম দিন শেষে ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। এছাড়া তাদের ঝুলিতে রয়েছে ৩০টি রুপা ও ৭৩টি ব্রোঞ্জ। ক্রিকেটে সোনা জয়ের পর পুরো গেমসের পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবাইকে (এসএ গেমসের পদকজয়ী) আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে আমি অত্যন্ত খুশি। ক্রিকেটার ও অ্যাথলেটসহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গণভবনে সবার দাওয়াত থাকলো।’
এবারের এসএ গেমসের পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার। গেমস শুরু হওয়ার আগে এ কথা জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ইভেন্টে সোনাজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৬ লাখ টাকা। রুপা ও ব্রোঞ্জ জয়ী পাবেন ৩ লাখ ও এক লাখ করে টাকা। অবশ্য দলীয় ইভেন্টে থাকছে ব্যবধান। এতে সোনাজয়ী দল পাবে এক লাখ টাকা। আর রুপা ও ব্রোঞ্জজয়ী দলকে দেওয়া হবে ৫০ হাজার ও ২৫ হাজার করে টাকা।