আন্তবিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনবর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়ালো বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এ উপলক্ষ্যে জমকালো কনসার্টের আগে বহু খেলা সমন্বিত গেমসটির উদ্বোধন ঘোষনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। এ সময় সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে ৬৮৭টি পদকের জন্য লড়বে নারী-পুরুষ মিলিয়ে ৬ হাজার শিক্ষার্থী। এর মধ্যে নারী ক্রীড়াবিদ থাকছেন ১২০০ জন।

যে ১২টি খেলা আছে এই গেমসে অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডি-এই ১২টি খেলা আছে এই গেমসে।

৬৮৭টি পদকের জন্য লড়বেন ক্রীড়াবিদরা। এখান থেকে একটি বি্শ্ববিদ্যালয় পাবে সেরার স্বীকৃতি। একজন করে নারী ও পুরুষ হবেন গেমসের সেরা খেলোয়াড়।

মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভেন্যুতে দেড়মাসব্যপী চলবে এই গেমস। পোলারের পৃষ্ঠপোষকতায় এ গেমসের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে স্পেলবাউন্ড লিও বার্নেট।