বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা বাংলাদেশের বরাদ্দ বাড়িয়েছে

89105793_2384388341663330_4035751047430406144_nপ্রতি বছরই ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আএএএফ)(এবার নাম পাল্টে হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস) থেকে বার্ষিক বরাদ্দ পেয়ে আসছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মাঝে দুইবছর বরাদ্দ বন্ধ ছিল। নতুন কমিটি আসার পর ফের বরাদ্দ পেতে শুরু করেছে। তবে আগের চেয়ে এখন বরাদ্দ বেশিই পাচ্ছে ফেডারেশন। এ বছরের জন্য ৪০ হাজার ডলার পাচ্ছে ফেডারেশন।

মূলত ঘরোয়া অ্যাথলেটিকসের কার্যক্রম ও বিশ্ব সংস্থাটির নিয়মকানুনগুলো মানতে পারলেই বার্ষিক বরাদ্দ অনুমোদিত হয়ে থাকে। ২০১৯ সালে বরাদ্দ বাড়িয়ে ১৫ হাজার থেকে ২৫ হাজার ডলার করেছিল বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা। ২০২০ সালের নতুন বরাদ্দ নিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেছেন, ‘বিশ্ব সংস্থার দেওয়া অনেক কিছুই আমরা করতে পেরেছি। আমরা আসার পর তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছি। তাদের দেওয়া শর্তের মধ্যে ঘরোয়া কার্যক্রম ঠিকমতো চালানো ছাড়াও দেশের বাইরে দল পাঠিয়েছি। এছাড়া অডিট রিপোর্টগুলোতে স্বচ্ছতা ছিল। যে কারণে তারা আমাদের জন্য এবার বরাদ্দও বেশি রেখেছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও নিয়মমাফিক চলতে।’