বঙ্গবন্ধু কাপ গলফ স্থগিত

বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমানবঙ্গবন্ধু কাপ ওপেন গলফ আগামী ২৫ থেকে ২৮ মার্চ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে হওয়ার কথা ছিল। সেখানে ঘরের কোর্সে সিদ্দিকুর-জামালদের আরও একটি পরীক্ষা হতো তাতে। এশিয়ান ট্যুরের এই গলফ প্রতিযোগিতা করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল।

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার একদিন পরই এশিয়ান ট্যুরের আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ৪ লাখ ইউএস ডলারের এই টুর্নামেন্ট এবারের মুজিববর্ষের ক্রীড়াপঞ্জীতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।

এশিয়ান ট্যুরের কমিশনার ও প্রধান নির্বাহী চো মিন থানত টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ঢাকায় সম্প্রতি কোভিড-১৯ আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এই ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য সে দেশে ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের অনুরোধের প্রেক্ষিতে সব খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’