বাবা হারালেন গলফার সিদ্দিকুর

গলফার সিদ্দিকুর রহমানকয়েকদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থবোধ করছিলেন গলফার সিদ্দিকুর রহমানের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। কিন্তু বুধবার রাতে কাছের মানুষদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মিরপুরের মাটিকাটার বাসায় ৭৫ বছর বয়সে নিভে গেছে তার জীবনপ্রদীপ।

মৃত্যুকালে আফজাল হোসেন স্ত্রী ফিরোজা বেগম ও চার ছেলে রেখে গেছেন। যাদের একজন বাংলাদেশের একমাত্র এশিয়ান ট্যুর বিজয়ী গলফার সিদ্দিকুর। আজ (বৃহস্পতিবার) সকালেই জানাজা শেষে মিরপুরের মানিকদি করবস্থানে দাফন করা হয়েছে আফজাল হোসেনকে।

সিদ্দিকুরের স্ত্রী সামাউন আঞ্জুম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার শ্বশুর কিছুদিন অসুস্থ ছিলেন। তারপর সুস্থ হয়ে ভালোই ছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা-বার্তা হতো। কিন্তু কাল (বুধবার) রাতে খাবার খাওয়ার সময় হঠাৎই কী যেন কী হয়ে গেল। আমরা তাকে মাদারীপুরের গ্রামের বাড়িতে দাফন করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মানিকদি কবরস্থানে দাফন করতে হয়েছে।’