টোকিও অলিম্পিক সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি চলছিল। করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। এমনিতে আর্চাররা ক্যাম্পে থেকে নির্দিষ্ট কোনও ভাতা পান না। ফেডারেশন থেকে পারফরম্যান্সের ওপর ভাতা দেওয়া হয় তাদের। তবে করোনার কারণে এবার সবাইকে ৪ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ইচ্ছা করলেও আর্চারদের সেভাবে সুযোগ-সুবিধা দিতে পারি না। এবার করোনার কারণে চেষ্টা করছি স্বল্প পরিসরে হলেও তাদের পাশে এসে দাঁড়াতে।’