১ হাজার ক্রীড়াবিদের প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা

ক্রীড়াবিদদের আর্থিকভাবে সাহায্য করার বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকরোনাভাইরাসের প্রকোপে ক্রীড়াবিদদের অনেকেই ক্ষতিগ্রস্ত। ফেডারেশন কিংবা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সেই সব অসহায় ক্রীড়াবিদের সহায়তা করে আসছেন। এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ২৭টি ফেডারেশনের ১ হাজার ক্রীড়াবিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (বুধবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানে সিদ্ধান্ত হয়েছে ক্রীড়াবিদদের আর্থিকভাবে সাহায্য করার ব্যাপারে।

সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন,‌ ‘এই দুর্যোগে খেলা বন্ধ হওয়ার কারণে ক্রীড়াবিদরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১ হাজার অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা এনেছি। আমরা তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে যোগ করেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও ক্রীড়াবিদদের সহযোগিতা করবেন। কয়েকজনকে বলে দেবেন যারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করব।’

এছাড়া ঈদের পর ৬৪টি জেলার ক্রীড়াবিদদের সম্মানী ভাতাও দেবে ক্রীড়া মন্ত্রণালয়।