রোমান সানাদেরও হবে করোনা পরীক্ষা

ক্যাম্প শুরুর আগে আর্চার ও কোচদের হবে করোনা পরীক্ষাকরোনার কারণে অনেকদিন ধরেই বন্ধ আর্চারি দলের অনুশীলন ক্যাম্প। তবে স্বাস্থ্যবিধি মেনে আর্চারি ফেডারেশন আবারও জাতীয় দলের আর্চারদের নিয়ে আবাসিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হবে রোমান সানাদের অনুশীলন। ক্যাম্পে যোগ দেওয়া আর্চার-কোচসহ সংশ্লিষ্টদের করা হবে করোনা পরীক্ষা।

শুধু টোকিও অলিম্পিক নয়, একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে আপাতত ১৮ জন আর্চার তিন ধাপে ক্যাম্পে যোগ দেবেন। প্রথম ধাপে আট, দ্বিতীয় ধাপে ছয় ও তৃতীয় ধাপে যোগ দেবেন চারজন আর্চার। প্রধান কোচ হিসেবে থাকবেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। এছাড়া থাকবেন দুজন সহকারী কোচ।

প্রতিটি ধাপে যোগ দেওয়া কোচ ও আর্চারদের প্রশিক্ষণ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হবে। আর্চারি ফেডারেশনের মেডিক্যাল কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: এহছানুল করিমের তত্বাবধানে হবে কোভিড-১৯ পরীক্ষা।