ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসব

বিএসজেএওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসব আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে অর্ধশতাধিক সদস্য এতে অংশ নেবেন।





টেবিল টেনিস,ক্যারম,দাবা,ব্যাডমিন্টন ও কল ব্রিজ -এই পাঁচটি ইভেন্টে খেলা হবে বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি ইভেন্টে চ্যাম্পিয়ন,রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে ট্রফি ও অর্থ পুরস্কার। এছাড়া প্রতিটি ইভেন্টে স্কোরের ভিত্তিতে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ দ্য বেস্ট ট্রফিও দেওয়া হবে।

প্রতিযোগিতা সম্পর্কে জানাতে সোমবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দিক তুলে ধরেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম,সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি,আবু সাদাত ও আরাফাত জোবায়ের।