এবার সমুদ্র নগরীতে রোমান সানাদের পরীক্ষা

সাধারণত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম সমুদ্রনগরী কক্সবাজারে হতে যাচ্ছে রোমান সানা-তামিমুলদের পরীক্ষা। আগামী ১ থেকে ৪ মার্চ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। উইন্ডি কন্ডিশনে (বাতাসের প্রতিকূলতা জয় করে) কীভাবে খেলতে হয়, সেই পরিবেশে অভ্যস্ত করতেই আর্চারি ফেডারেশন ঢাকার বাইরে এমন উদ্যোগ নিয়েছে।

বিশেষ করে টোকিও অলিম্পিক রয়েছে এই বছরে। সেখানে রোমান সহ বাংলাদেশ থেকে একাধিক প্রতিযোগীর অংশ নেওয়ার কথা আছে। এছাড়া দেশের বাইরে গেলে প্রায়ই উইন্ডি কন্ডিশনে খেলতে হয়। তাই ফেডারেশন দেশের মধ্যেই রোমান সানাদের সেই পরিবেশে খেলার অভ্যাস গড়ে তুলছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন চপল রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বাইরে গেলে আমাদের আর্চারদের উইন্ডি পরিবেশে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। তাই আমরা কক্সবাজারে প্রতিযোগিতা আয়োজন করছি। সেখানে উইন্ডি পরিবেশ থাকবে। আশা করছি সামনের দিকেও আমরা এমন আয়োজন করতে পারবো।’

খেলা হবে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে। ছেলে ও মেয়ে মিলিয়ে ১৪৮ জন প্রতিযোগী ও ৪০টি দল ১০টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের জন্য অংশ নিচ্ছে।