বাংলাদেশ গেমসে বিজিবির সাফল্য

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১৪ সোনা, ১৬ রুপা ও ২৬ ব্রোঞ্জ পদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি ১৩ ডিসিপ্লিনে অংশ নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সম্মিলিতভাবে চতুর্থ হয়েছে।

গত ১ এপ্রিল পর্দা ওঠে গেমসের। ১০ দিনব্যাপী ক্রীড়াযজ্ঞের পর্দা নেমেছে আজ (শনিবার)। বাংলাদেশের ক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতায় বিজিবি হ্যান্ডবল দল ৩৫-২৫ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বিজিবি কাবাডি দল ২৪-২২ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে সোনা জিতেছে। বিজিবি জুডো দল ২ সোনা ও এক রুপা পেয়ে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

কুস্তি দল ৪ সোনা, ২ রুপা ও ৩ ব্রোঞ্জ পেয়ে দলগত রানার্স-আপ; বিজিবি সাইক্লিং দল ২টি জাতীয় রেকর্ডসহ ২ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ পদক পেয়ে দলগত রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।