এশিয়া কাপে বাংলাদেশের আর্চারের চমক

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ র‌্যাঙ্কিং স্টেজ-১ এর খেলা। সেখানে অংশ নিয়েছে বিকেএসপির আড়ালে বাংলাদেশ দল। তাতে রিকার্ভ পুরুষ এককে চমকই দেখিয়েছেন প্রদীপ্ত চাকমা। সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালে খেলে এই তরুণ আর্চার ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে!

এই খায়রুল আনোয়ারের কাছেই আগে হেরেছিলেন বাংলাদেশ আর্চারির পোস্টার বয় রোমান সানা। ২০১৯ সালে আর্চারি বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যান তিনি। আর ওই প্রতিযোগিতায় রুপা পেয়েছিলেন মালয়েশিয়ার আর্চার।

অবশ্য প্রদীপ্ত কোয়ার্টার ফাইনালে উঠে আর সামনের দিকে যেতে পারেননি। জাপানের ফুরুকাওয়া টাকাহারুর কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন।
এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও রজনী আক্তারের সঙ্গে জুটি বেঁধে সেমিফাইনালে গিয়ে ছিটকে পড়েন তিনি।

কাল শুক্রবার কম্পাউন্ড মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে ফাইনাল খেলবে বাংলাদেশ। এই ইভেন্টে চার দেশের ১১ প্রতিযোগী অংশ নিচ্ছে।