টোকিও অলিম্পিক

সোনাজয়ী আর্জেন্টিনাকে বিদায় করে দিলো জার্মানি

ছেলেদের ফুটবলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এবার হকিতেও তাদের বিদায় নিশ্চিত হয়েছে। অলিম্পিক হকিতে বর্তমান সোনাজয়ীরা কোয়ার্টার ফাইনালে হেরেছে জার্মানির কাছে। হারের ব্যবধান ৩-১।

ওই হকি স্টেডিয়ামে রবিবার সেমিফাইনালের উঠার লড়াইয়ে জার্মানি আধিপত্য দেখিয়েছে। ১৯, ৪০ ও ৪৮ মিনিটে লক্ষ্যভেদ করেছে অন্যতম ফেভারিটরা। এতেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টারে এসে বর্তমান চ্যাম্পিয়নরা একটি গোল শোধ দিয়ে ম্যাচে ঘুরে দাড়ানোর ইঙ্গিত দেয়। কিন্তু জার্মানির দাপটের সামনে আর ম্যাচে ফেরা হয়নি।

এই হারে নিশ্চিত হলো ছেলেদের হকিতে নতুন চ্যাম্পিয়নকে পাবে অলিম্পিক। দিনের অন্য শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়া টাইব্রেকারে ৩-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলজিয়াম মুখোমুখি হবে স্পেনের। আর ভারত খেলবে ব্রিটেনের বিপক্ষে।