বাংলাদেশের রাব্বি পেলেন রূপা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশন অনলাইনে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছিল।  এর নামকরণ করা হয়েছিল  শেখ কামাল আন্তর্জাতিক এয়ার-গান চ্যাম্পিয়নশিপ অনলাইন। এতে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না রুপা পেয়েছেন।

পুরুষদের ১০মিটার এয়ার রাইফেলে ইন্দোনেশিয়ার ফাতুর গুস্তাফিম ৬৩৩.৯ স্কোর করে সোনার পদক জিতেছেন। স্বাগতিকদের রাব্বি হাসান মুন্না ৬২৫.৭ স্কোর করে পেয়েছেন রুপা। ইন্দোনেশিয়ার ডাভিন রসিদ উইবো ৬২২.৯ স্কোর করে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।

মেয়েদের ইভেন্টে অবশ্য ইউক্রেন ও ইন্দোনেশিয়ার সাফল্য। সোনা ইউক্রেনের আর রুপা ও ব্রোঞ্জ ইন্দোনেশিয়ার।

১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের ইভেন্টে মঙ্গোলিয়া সোনা জিতেছে। রুপা ইউক্রেনের ও ব্রোন্জ ইন্দোনেশিয়ার। মেয়েদের ইভেন্টে  সিঙ্গাপুরের সোনা ও ব্রোঞ্জ। আর রুপা জিতেছে ইউক্রেন।

প্রতিযোগিতায় ইউক্রেন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিরগিজিস্থান, মঙ্গোলিয়া, ভারত ও বাংলাদেশ সহ সাতটি দেশের ৫৪জন শ্যূটার অংশ নেয়।