ভালো স্কোর করতে পারেননি রোমান সানা

২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান সানা। এবার সেটি ধরে রাখার মিশনে নামলেও শুরুটা মোটেও ভালো হয়নি। প্রতিযোগিতার র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করতে পারেননি দেশসেরা আর্চার।

রিকার্ভে ৬৩৬ স্কোর করে ১০২ জন আর্চারের মধ্যে ৪৬তম হয়েছেন। যদিও টোকিও অলিম্পিকে রোমান সানা ৬৬২ স্কোর করে ৬৪ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন।

র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো করতে না করায় রোমানকে প্রথম রাউন্ডে মুখোমুখি হতে হবে শক্তিশালী  ইতালির ফেদেরিকো মুসোলেসির।

বাংলাদেশের আর্চারদের মধ্যে  ভালো স্কোর করেছেন রামকৃষ্ণ সাহা। ৬৪২ স্কোর করে  ২৭তম হয়েছেন। প্রথম রাউন্ডে রামকৃষ্ণ খেলবেন পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে। ৬৩৩ স্কোর করে ৫০তম হয়েছেন হাকিম আহমেদ রুবেল। প্রথম রাউন্ডে রুবেলের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মাইকেল হাওলেক।

এদিকে মেয়েদের রিকার্ভ ইভেন্টে  করোনা পজিটিভ হওয়ায়  দিয়া সিদ্দিকী খেলতে পারেননি। এই ইভেন্টে বিউটি রায় ৫৭১ স্কোর করে ৭৯ জনের মধ্যে ৭২তম হয়েছেন।

অসীম কুমার দাস কম্পাউন্ড ইভেন্টে ৬৭৪ স্কোর করে ৮৮ জনের মধ্যে হয়েছেন ৫৮তম।