জুনিয়র টিটি

প্রথমবার সোনার হাসি বাংলাদেশের

সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় সোনার পদক জিতেছে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) সোনার পদকের লড়াইয়ে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে হৃদয়, রামহিম ও নাফিজের বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে হারালেও নাফিজ হেরে যান।  

মালদ্বীপে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে একপর্যায়ে ২-২-এ সমতায় থাকে ম্যাচ। তবে মুহুতাসিন আহমেদ হৃদয় ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬ সেটে ম্যাচ জিতে যান। ফলে সোনার হাসি হাসে বাংলাদেশ।

এর আগে ২০০২ সালে মেয়েদের দলীয় ইভেন্টে রুপাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।