আর্চারি ওয়ার্ল্ড কাপ: বাছাইয়ে রোমান ৫০তম, দিয়া ২১তম

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ শুরু হয়েছে। আজ (বুধবার) বাছাই রাউন্ডে সবাই অংশ নেয়। সেখানে রিকার্ভ ইভেন্টে ছেলেদের ক্যাটাগরিতে হাকিম আহমেদ রুবেল সবার চেয়ে এগিয়ে আছেন। ৭২০ স্কোরের মধ্যে ৬৪২ করে ৪৪তম হয়েছেন তিনি। অন্যদিকে টোকিও অলিম্পিক খেলা রোমান সানা ৬৩৬ স্কোর করে ৫০তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৫ স্কোর করে ৫৫তম পেয়েছেন। এই ইভেন্টে অংশ নিয়েছিল ৭৭ জন প্রতিযোগী।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৬৬ আর্চার বাছাই রাউন্ডে অংশ নেয়। সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে সেরা ৬৪ বাছাই করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬২৩ স্কোর করে ২১তম স্থান পেয়েছেন।

এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও আব্দুর রহমান আলিফ) কোয়ালিফিকেশন রাউন্ডে ১ হাজার ৯১৩ স্কোর করে ১৮ দলের মধ্যে ১৬তম স্থান পেয়েছে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (রুবেল ও দিয়া) ১ হাজার ২৬৫ স্কোর করে ২০ দলের মধ্যে ১৭তম স্থান অর্জন করে।

আগামীকাল (বৃহস্পতিবার) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া