অস্ট্রেলিয়াকে হারিয়ে কোরিয়ার কাছে আত্মসমর্পণ বাংলাদেশের

আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এ রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বৃহস্পতিবার দিনের শুরুটা লাল-সবুজ দলের জন্য ছিল আশা জাগানিয়া। রোমান সানা-আব্দুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া দল অস্ট্রেলিয়াকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

প্রথম সেটে ৫৬-৫৫, দ্বিতীয় সেটে ৫৪-৫২ ও তৃতীয় সেটে ৫৭-৫৪ স্কোরে জয়ী হয় বাংলাদেশ।

কিন্তু এই জয়ের হাসি পরের রাউন্ডে গিয়েই মিলিয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক কোরিয়ার কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া প্রথম সেটে ৫৮-৫৬ ও দ্বিতীয় সেটে ৫৬-৫৩ স্কোরে জয়ী হয়। তৃতীয় সেট বাংলাদেশ ৫৮-৫৮ তে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। কাল শুক্রবার রিকার্ভ পুরুষ ও মেয়েদের একক ও মিশ্র দলগত ইভেন্টের খেলা হবে।