উইম্বলডন মাতাচ্ছেন এক আরব কন্যা

এবারের উইম্বলডন মাতাচ্ছেন এক আরব কন্যা। তিউনিশিয়ার ২৭ বছর বয়সী খেলোয়াড়টির নাম ওনস জাবেউর। আরব বিশ্ব থেকে কোনও গ্র্যান্ড স্লাম এককের সেমিফাইনালে ওঠা প্রথম খেলোয়াড় তিনি।

উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার আগে অবশ্য হার দিয়ে শুরুটা করেছিলেন। চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভার কাছে ৩-৬ গেমে প্রথম সেট হারার পর পরের দুই সেট জেতেন ৬-১, ৬-১ গেমে।  

জাবেউর গত বছরই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। আরব বিশ্ব থেকে কোনও নারীর সেটি ছিল প্রথম উইম্বলডন কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে উঠে এবার ভিন্ন বার্তাই দিচ্ছেন। 

কোর্টে এবার যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নেমেছেন, সেটি বলছে তার পারফরম্যান্স। ঘাসের কোর্টে জিতেছেন টানা ১০টি ম্যাচ। বার্লিনে জিতেছেন শিরোপাও। অথচ ফ্রেঞ্চ ওপেনে শুরুর রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল।

ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাঙ্কিং দুইয়ে থাকা জাবিউর শেষ চারে মুখোমুখি হবেন ১০৩ নম্বর তাতজানা মারিয়ার। এখন আফ্রিকা থেকে প্রথম নারী খেলোয়াড় হিসেবে মেজর জয়ের আশায় তিনি।