ভারতে জয় পেলেন বাবা ও ছেলে

ভারতের চেন্নাইয়ের ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে। সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের পক্ষে  গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া  এবং  ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে থাইল্যান্ডের ক্যান্ডিডেট মাস্টার লাওহাউইরাপাপ প্রিন, অরুননুনতাপানিচ তিন্নাক্রিট ও জিঙ্গজাং সিনকে হারান। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেন ফিদে মাস্টার কুলপ্রুয়েথানন থানাডোনের সঙ্গে।

ওপেন বিভাগে বাংলাদেশ দল ১০ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ৫৩তম স্থানে রয়েছে। উজবেকিস্তান ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে।

অপর দিকে নারী বিভাগে বাংলাদেশ এ রাউন্ডের খেলায় ২.৫-১.৫ গেম পয়েন্টে মিশরের কাছে হেরে যায়। বাংলাদেশের নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস হারান মিশরের নারী গ্র্যান্ডমাস্টার মোয়াতাজ আয়াহরকে। মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ড্র করে মিশরের নারী গ্র্যান্ডমাস্টার ওয়াফা ষরুকের সঙ্গে। নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম  ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা যথাক্রমে মিশরের নারী গ্র্যান্ডমাস্টার মোনা খালিদ ও নারী গ্র্যান্ডমাস্টার ওয়াফা সাহেনদার কাছে হেরে যান।

নারী দল ১০ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ৬৯তম স্থানে রয়েছে। স্বাগতিক ভারত ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে।

মঙ্গলবার একাদশ বা শেষ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। নারী বিভাগে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।