তুরস্কে ফাইনালে গিয়েও ইমরান হলেন ষষ্ঠ

আগের দিন হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সবাইকে চমকে দিয়েছিলেন লন্ডন প্রবাসী দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে আজ মঙ্গলবার ফাইনালে গিয়েও শেষটা ভালো করতে পারেননি ২৮ বছর বয়সী অ্যাথলেট। তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.১৭ সেকেন্ড নিয়ে হয়েছেন ষষ্ঠ।

ফাইনালের আগে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সেমিফাইনালে অংশ নেন। সেখানে  ১০.০৬ সেকেন্ড  সময় নিয়ে  ফাইনাল উঠে নতুন করে আশা দেখান। তবে টাইমিং ভালো না করায় পদকের ঘরে থাকা হয়নি।

১০০ মিটার স্প্রিন্টে আইভরিকোস্টের সিসে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। সৌদি আরবের প্রতিযোগী ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ওমানের প্রতিযোগী ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন ।