খেলা বাদ রেখে ঘুরতে যাওয়া: নিষিদ্ধ দু’জনকে শোকজ

কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌর। কিন্তু দুজনেই ৫ আগস্ট বার্মিংহামে না খেলে লন্ডনে ঘুরে বেরিয়েছেন! ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে টেবিল টেনিস ফেডারেশন। আনুষ্ঠানিক প্রক্রিয়া সারতে এখন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমানকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সদুত্তর না পেলে দুই খেলোয়াড়ের শাস্তি কার্যকর হবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই খেলোয়াড়কেই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়া টুর্নামেন্টে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে সোনাম সুলতানা সোমা বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘শোকজ পেয়েছি। আমরা জবাব দেবো। তবে আবারও বলছি, আমরা গেমস ভিলেজেই ছিলাম। অন্য কোথাও ঘুরতে যাইনি। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে।’