তাইওয়ানে তৃতীয় সিদ্দিকুর

তাইওয়ানে ভালো সময় কেটেছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। আলো ছড়িয়েছেন সেখানে। এশিয়ান ট্যুরের আসর ‘মারকারি ওপেনে’ তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফের পোস্টার বয়। রবিবার তাইওয়ানের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সারিত সুভানারুতের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন তিনি।

তাইওয়ানের চ্যাং সি চ্যান ও ভারতের রশিদ খান দুজনই ১৫ শট করে কম খেলেছেন। তবে স্বাগতিক চ্যান হয়েছেন প্রথম, রশিদ খান দ্বিতীয়।

সিদ্দিকুর তৃতীয় হয়ে ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দারুণ এক সপ্তাহ কাটলো। আমি মারকারি ওপেনে তৃতীয় হয়েছি। এই মৌসুমে আমার সেরা সময় কেটেছে। সুন্দর একটি টুর্নামেন্ট খেলেছি। আমার ভক্তদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। ধন্যবাদ পৃষ্ঠপোষকদের, যারা সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন।’