সৌদি আরবে ৫৩ কোটি টাকার প্রাইজমানির  টুর্নামেন্টে সিদ্দিকুর কী পেলেন

পিআইএফ সৌদি আরব ইন্টারন্যাশনাল গলফে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। হয়েছেন ৬৯তম। 

৫৩ কোটি টাকার এই টুর্নামেন্টে ইতিবাচক কিছু করার আশা নিয়েই সৌদি আরব গিয়েছিলেন সিদ্দিকুর। শুরুর প্রথম দুই রাউন্ড পারের সমান খেলেছেন। তবে শেষ দুই রাউন্ড খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন দুইবারের এশিয়ান ট্যুর জয়ী গলফার।

পারের চেয়ে ১৯ শট কম খেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মেক্সিকান গলফার আব্রাহাম আঙ্কার। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আব্রাহাম জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার, ৬৯তম সিদ্দিকুর জিতেছেন ১৩ হাজার ডলার।