স্পেনে উচ্চতর প্রশিক্ষণের স্বপ্নভঙ্গ!

‘এভাবে স্বপ্ন ভেঙে যাবে চিন্তাও করিনি’

বড় স্বপ্ন দেখছিলেন ক্যান্ডিডেড মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। বিশ্ব দাবা সংস্থা ফিদের আয়োজনে ও তাদের খরচে স্পেনে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাছাই হয়েছিলেন। মেনরকা আইল্যান্ডে প্রশিক্ষণটি চলবে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল। কিন্তু অভিভাবক ভিসা জটিলতায় সাকলাইনের আর যাওয়া হয়নি। বলতে গেলে স্বপ্ন ভঙ্গ হয়েছে।

কিছু দিন আগে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় চলে আসেন ক্যান্ডিডেড মাস্টার সাকলাইন। বিশ্ব দাবা সংস্থা ফিদে সেটাকেই যোগ্যতা হিসেবে ধরে তাকে মনোনীত করেছিল। স্পেনে প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং গ্র্যান্ডমাস্টার আর্থার ইউসুপোভ। দুইজনই এক সময় বিশ্বের শীর্ষ ৫ জনের মধ্যে অন্যতম ছিলেন।

সাকলাইনের সঙ্গে অভিভাবক হিসেবে শুরুতে যাওয়ার কথা ছিল তার কোচ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের। স্পন্সর এবং ভিসা আবেদনে ডকুমেন্টস স্বল্পতা থাকায় এক সময় পিছিয়ে যেতে বাধ্য হন। এরপর দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা আক্তার মলি চেষ্টা করেও সময় স্বল্পতায় ভিসা করাতে পারেননি। এছাড়া সাকলাইনের বয়স মাত্র ১৩ হওয়ায় পরিবারও একা ছাড়েনি।

তাই শেষ পর্যন্ত আর যাওয়া হলো না সাকলাইনের। সাকলাইন ব্যথিত মনে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'এভাবে স্বপ্ন ভঙ্গ হবে তা চিন্তা করিনি। শুরুতে চিন্তা করছিলাম যেতে পারবো। স্পেনে বড় বড় গ্র্যান্ডমাস্টারদের অধীনে কিছু শিখতে পারবো। আবার ওখানে খেলার সুযোগও আছে। কিন্তু এখন তো আর তা হলো না। খারাপ লাগছে।’