সাঁতারের সমস্যা শুনে সমাধানের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসছেন। ফেডারেশনগুলোর নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা মন্ত্রণালয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান অবস্থা তুলে ধরেছেন। 

সাঁতারে অন্যতম সমস্যা মিরপুর সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্সের ইলেকট্রনিকস স্কোরবোর্ড। এর পাশাপাশি পুলে গ্যাসের সংকটসহ আরও আনুষাঙ্গিক সমস্যা তো আছেই। আজ এই বিষয়গুলো নতুন ক্রীড়ামন্ত্রীকে সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা অবগত করেন।

আজ মন্ত্রণালয়ের সভা শেষে ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পুলও পরিদর্শন করেছেন। এই পুল সংস্কারের বিষয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে ফেডারেশনের।

মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাঁতার ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মো. আলমগীর  বলেছেন, ‘পাপন ভাই আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ। তিনি সাঁতার সম্পর্কে আগে থেকেই অবগত। আমাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।’ 

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পুল সংস্কার প্রসঙ্গে এই কর্মকর্তা  বলেছেন, ‘আমাদের সভাপতি মহোদয় আজ নিজেই এই পুল পরিদর্শন করেছেন। আমাদের এই পুলের প্রয়োজনীয় সংস্কার সংক্রান্ত একটা ফাইল মন্ত্রণালয়ে দেবো। এরপর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

এছাড়া ১০ কোটি টাকা ব্যয়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচি করতে চায় ফেডারেশন।  এনিয়েও ক্রীড়ামন্ত্রীর আশ্বাস মিলেছে।