জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক

ইন্দোনেশিয়ার জাকার্তায় সপ্তম কারতিনি আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের ভানরুম বম। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ছেলেদের কম্পাউন্ড বিভাগে ফাইনালে ভানরুম ১৪৩ থেকে ১৪০ পয়েন্টে হারিয়েছেন মালয়েশিয়ার প্রাভিন সুনমুগামকে।

সোনার পদকের পাশাপাশি ব্রোঞ্জ পদক জিতেছেন পুলিশ আর্চারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি ব্রোঞ্জ পদক লড়াইয়ে ১৪২ থেকে ১৪১ পয়েন্টে হারিয়েছেন ইন্দোনেশিয়ার এম তানদ্রি শাস্ত্রিয়া ফারিন্দ্রাকে।

আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্যের পেছনে বড় অবদান স্থানীয় কোচ পুলিশের এ কে এম মামুন।

জাকার্তা থেকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটা বাংলাদেশের পুলিশ আর্চারি ক্লাবের জন্য অনেক বড় অর্জন। এই প্রতিযোগিতার জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। সুযোগ পেলে পুলিশ ক্লাবের আর্চাররা যে বিদেশেও ভালো কিছু করতে পারে, এটা তারই প্রমাণ। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশেরসহ মোট ১২৬ জন আর্চার।