ঢাকায় ১৯ দেশের ব্যাডমিন্টন উৎসব

ঢাকায় ব্যাডমিন্টনের বড় উৎসব বসতে  যাচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। 

টুর্নামেন্ট হবে দুই ধাপে। প্রথম ধাপে ১৩-১৫ ডিসেম্বর হবে জুনিয়রদের প্রতিযোগিতা। এরপর সিনিয়রদের অংশগ্রহণে ১৭-২১ ডিসেম্বর হবে আরেকটি প্রতিযোগিতা।

জুনিয়র টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া অংশগ্রহণ করবে। সিনিয়র টুর্নামেন্টে খেলবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ড।

জুনিয়র বিভাগে বাংলাদেশের ৫৫ জনসহ ১১৪ জন এবং সিনিয়র বিভাগে বাংলাদেশের ৬১ জনসহ ২২৮ জন শাটলার খেলবেন।

প্রতিযোগিতায় পুরুষ ও নারীদের একক ও দ্বৈতের পাশাপাশি মিশ্র দ্বৈত- এই পাঁচ ইভেন্টেই খেলা হবে। এ উপলক্ষে বিওএ ভবনে বুধবার সংবাদ সম্মেলনে সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নাহার ডানা বাংলাদেশের সাফল্যের ব্যাপারে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা পুরুষ ও নারী দুই বিভাগে ভালো কিছুর প্রত্যাশা করছি। বিশেষ করে জুনিয়র বিভাগে বিগত টুর্নামেন্টগুলোতে আমাদের একাধিক পদক ছিল। এবারও সেই রকম কিছু আশা রয়েছে।’