সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে শারজা মাস্টারস দাবা ক্যাটাগরি ‘বি’ এর খেলা চলছে। তবে পঞ্চম রাউন্ড থেকে আর খেলছেন না দেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। আগের চার রাউন্ডের তিনটিতে হারের কারণে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছেন।
এবার নীড়ের হেরে যাওয়া ম্যাচগুলোতে প্রতিপক্ষ ছিলেন অনেক কম রেটিংধারী খেলোয়াড়। তাদের বিপক্ষে হেরে নীড়ের রেটিংও ২৬ কমেছে। মনঃসংযোগে ঘাটতির কারণে ঠিকমতো বোর্ডে মনোনিবেশ না করতে পেরে টুর্নামেন্ট থেকে নামই প্রত্যাহার করে নিয়েছেন।
নীড়ের মা মৌমন রেজা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হঠাৎ নীড় এই টুর্নামেন্টে ঠিকমতো খেলতে পারছে না। কম রেটিংধারী খেলোয়াড়দের কাছে হারছে। এ নিয়ে ও অনেক কান্নাকাটি করেছে। তাই নিজেকে বিশ্রাম দিতেই আর বাকি রাউন্ডগুলো খেলছে না। তবে পরবর্তীতে দুবাই ও শ্রীলঙ্কাতে অন্য টুর্নামেন্ট গুলোতে খেলবে।’
এদিকে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন। সমান ম্যাচ খেলে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আড়াই পয়েন্ট, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দুই পয়েন্ট করে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দেড় পয়েন্ট পেয়েছেন।