মাদ্রিদ ওপেনে নেই ফেদেরার

ফেদেরারমাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৭বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। পিঠের চোটের কারণে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
যদিও আগামী সপ্তাহে অনুষ্ঠেয় রোম মাস্টার্সে খেলবেন বলে জানিয়েছেন বিশ্ব র‌্যাংকিংয়ের তিন নম্বর এই তারকা।
এ সম্পর্কে ফেদেরার বলেন, ‘এই মুহূর্তে ফিট থাকাটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোম মাস্টার্সের বিষয়টি আমার মাথায় রয়েছে।’
হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় তিন মাস কোর্টের বাইরে থাকার পর শেষ মুহূর্তে মাদ্রিদ ওপেনে খেলার সিদ্ধান্ত নেন ফেদেরার। কিন্তু শেষ পর্যন্ত খেলতে না পেরে হতাশ হয়েছেন তিনি। তবে বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম ও রিও অলিম্পিকের জন্য নিজেকে ফিট রাখাটাই এখন প্রয়োজনীয় বলে মনে করছেন তিনি।
এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি আসলেই হতাশ হয়েছি। সেখানে খেলতে মুখিয়ে ছিলাম। এরজন্যে সূচিতে পরিবর্তনও এনেছিলাম।’
/এফআইআর/